Connecting You with the Truth

পটুয়াখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে সন্ত্রাসী’ নিহত

পটুয়াখালী : পটুয়াখালীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি একাধিক মামলার আসামি ও পটুয়াখালীর শীর্ষ সন্ত্রাসী বলে র‌্যাবের দাবি। সোমবার ভোর সাড়ে চারটার দিকে পটুয়াখালী শহর সংলগ্ন বিসিক শিল্পনগরী এলাকায় এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।

র‌্যাব-৮ এর বরাত দিয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তারিকুজ্জামান জানান, বিসিক শিল্পনগরী এলাকায় তরিকুলকে খুঁজতে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে তরিকুল গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করলে ঘটনাস্থলেই তরিকুল নিহত হন।
পরে ঘটনাস্থল থেকে ৬শ’ বোতল ফেন্সিডিল, ২৪ রাউন্ড গুলি ও চারটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও ওসি জানান।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments
Loading...