প্রবল বৃষ্টিপাতে চীনের ছয়টি শহরে নিহত ৭
প্রবল বৃষ্টিপাতে চীনের সিচুয়ান প্রদেশে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে এবংর দুই হাজার বাড়ি হেলে পড়েছে।
রোববার প্রাদেশকি বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের বরাত দিয়ে এসব খবর জানিয়েছে চীনের রাষ্ট্রিয় বার্তা সংস্থা সিনহুয়া।
শুক্রবার থেকে শুরু হওয়ার ভারী বৃষ্টিপাতে সিচুয়ানের অধিকাংশ এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। রোববার পর্যন্ত ২৩ হাজার তিনশ লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং বিচ্ছিন্ন হয়ে পড়া ৬০৪ জনকে উদ্ধার করা হয়েছে।
প্রবল বৃষ্টিতে সিচুয়ানের ২,৬৯৪ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্থ এবং কয়েক হাজার গবাদিপশু মারা গেছে।
এরইমধ্যে দেশটির আবহাওয়া কেন্দ্র থেকে সিচুয়ানে আবারো ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।