Connecting You with the Truth

ব্লগার নিলয় হত্যা মামলার তদন্ত ডিবিতে

ব্লগার নিলয় হত্যা মামলার তদন্ত ডিবিতে

ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব ডিবিকে হস্তান্তর করেছেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশার এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন, ডিএমপি কমিশনার খিলগাঁও থানায় দায়ের করা ব্লগার নিলয় হত্যার মামলাটি ডিবির কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। ডিবি পুলিশ এতোদিন ছায়া তদন্ত করছিল। এখন থেকে মামলাটি তারাই তদন্ত করবে। ৮ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Comments
Loading...