Connecting You with the Truth

ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রকে পিটিয়ে হত্যা

ফরিদপুরেফরিদপুরে নবম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে আরও একজন। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে শহরতলীর বায়তুল আমান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানায়, পাট্রাদার কান্দিতে হৃদয় ও নাহিদ নামের দুই কিশোর রেললাইনের একটি ব্রিজের ওপর বসে ছিল। এ সময় ৪-৫ জনের একদল যুবক আচমকা তাদের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের রডের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় হৃদয়। গুরুতর আহত হয় নাহিদ।

পরে তাকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত হৃদয় বায়তুল আমান টেক্সটাইল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এখনও নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যার কারণ উদঘাটনে চেষ্টা চালানো হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Comments
Loading...