Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেড়া পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

Bera Pabna powroshova pic

শামসুজ্জামান , পাবনা : আগামী ২৭ আগষ্ট বেড়া পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গত মঙ্গলবার বেড়া পৌর নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের প্রার্থী তালিকা চুড়ান্ত করে প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন করেছে। নির্বাচনে মেয়র পদে মোট ৬ জন, ৯টি ওযার্ডে সাধারণ কাউন্সিলর পদে সর্বমোট ৬৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। মেয়র পদে প্রার্থীদের প্রতীকগুলো হলো, পায়না পূর্বপাড়ার আমিনূল ইসলাম পেয়েছে জগ প্রতীক, দক্ষিণ কর্মকার পাড়ার শালিকা পাটক গ্রামের এ এইচ এম ফজলুর রহমান পেয়েছে মোবাইল ফোন প্রতীক, সানিলা মধ্য পাড়ার মোঃ আব্দুর রশিদ প্রতীক পেয়েছেন রেল ইঞ্জিন, পায়না, বড় পায়না গ্রামের মোঃ আব্দুল মান্নান পেয়েছেন নারিকেল গাছ প্রতীক, বৃশালিখা, পশ্চিপাড়ার আব্দুল বাতেন পেয়েছেন কম্পিউটার প্রতীক এবং দক্ষিণ বনগ্রামের মোঃ আশরাফুল মোস্তফা চামচ মার্কা প্রতীক নিয়ে মেয়র পদে নিভূাচন করছেন। বেড়া পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীদের মধ্যে প্রতীকি বরাদ্দ দেওয়া হয়। বেড়া পৌর সভার নির্বাচনে আগামী ২৭ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.