Connecting You with the Truth

মঙ্গলের কক্ষপথে প্রবেশ করছে নাসার এমএভিইএন

বুধবার নাসার গডার্ড মহাকাশ উড্ডয়ন কেন্দ্র থেকে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন এমএভিইএন প্রকল্পের ব্যবস্থাপক ডেভিড মিশেল।

বিবৃতিতে তিনি বলেছেন, “এমএভিইএন প্রকল্প দল, উড্ডয়ন পদ্ধতির সঙ্গে জড়িতরা এবং ভূমিতে অবস্থানরত সবকর্মী মঙ্গলের কক্ষপথে প্রবেশের জন্য প্রস্তুত।”

মহাকাশযানের ছয়টি ছোট থ্রাস্টার ইঞ্জিন চালুর মাধ্যমে মঙ্গলের কক্ষপথে প্রবেশের কাজটি শুরু হবে। রোববার রাত ৯টা ৫০ মিনিটের (১টা ৫০ জিএমটি, সোমবার) দিকে যানটি মঙ্গলের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে প্রবেশ করে গ্রহটিকে ৩৫ ঘন্টায় একবার করে প্রদক্ষিণ করতে শুরু করবে।

ছয় সপ্তাহ এ অবস্থায় থেকে সব যন্ত্রপাতি ও বৈজ্ঞানিক-মানচিত্র নির্দেশনাগুলো পরীক্ষার পর এটি চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করার প্রস্তুতি নেবে।

এরপর এমএভিইএন এক পৃথিবী বছর ধরে লাল গ্রহটির উপরের বায়ুমণ্ডলে গ্যাসের মিশ্রণ, সংগঠন ও গ্যাসের নির্গমণ পরীক্ষা করবে।

এছাড়া ওই অবস্থান থেকে সূর্য ও সূর্য থেকে আসা সৌরবায়ু (সোলার উয়িন্ড) পরীক্ষা করবে যানটি।

১০ মাসে মঙ্গলের পথে মহাকাশের ৪৪ কোটি ২০ লাখ মাইল (৭১ কোটি ১০ লাখ কিলোমিটার) পথ পাড়ি দিয়ে অবশেষে মঙ্গলে পৌঁছাচ্ছে পৃথিবীর এই প্রাযুক্তিক দূত।

Comments
Loading...