Connecting You with the Truth

গুণীজন সংবর্ধনায় সৈয়দ আবদুল হাদী

b-3
বিনোদন ডেস্ক:
সংগীত ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীকে গুণীজন সংবর্ধনা দিচ্ছে সিটি ব্যাংক এনএ। ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় রাজধানীর রেডিসন ব্ল“ ওয়াটার গার্ডেন হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুণী এই শিল্পীর হাতে ক্রেস্ট ও তার পোর্ট্রেট তুলে দেওয়া হবে। ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ শীর্ষক এই অনুষ্ঠানে থাকছে শিল্পীদের পরিবেশনা। আয়োজকরা বলেছেন, সৈয়দ আবদুল হাদীর গান আজও মানুষের মনকে উদ্বেলিত করে। দেশের গুণী শিল্পীদের মধ্যে তার নাম রয়েছে ওপরের সারিতে। সৈয়দ আবদুল হাদী বলেছেন, ‘এটা আমার জন্য অনেক আনন্দের এবং ব্যতিক্রম একটি পাওয়া। কারণ এর আগে অনেক অনুষ্ঠানে নানা পুরস্কার পেয়েছি। কিন্তু গুণীজন সংবর্ধনা পাওয়ার ব্যাপারটি আমার কাছে সৌভাগ্যের।’ সঙ্গীত অঙ্গনে অবদান রাখার জন্য ২০০৪ সাল থেকে শিল্পীদের গুণীজন সংবর্ধনা দিচ্ছে সিটি ব্যাংক এনএ। এর আগে নীলুফার ইয়াসমিন, ফরিদা পারভীন, ফিরোজা বেগম, সনজীদা খাতুন, সোহরাব হোসেন, ফেরদৌসী রহমান, সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী ও শাহনাজ রহমতউল্লাহকে গুণীজন সংবর্ধনা দিয়েছে সিটি ব্যাংক এনএ।

 

Comments
Loading...