মোবাইলের জন্য নয়া সার্চ ইঞ্জিন আনল গুগল
এবার মোবাইলের জন্য বিশেষ সার্চ ইঞ্জিন আনল গুগল। মঙ্গলবার প্রকাশিত হল নতুন সেই সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনের নাম ‘গুগল হাউস’। এতে ম্যাপ, ছবি খোঁজা যাবে সহজেই। অনুবাদও করা যাবে। গুগলের পরিসংখ্যান অনুযায়ী ৫০০ মিলিয়ন ভারতীয় কম্পউটারে ইন্টারনেট ব্যবহার করে। ৪৯০ মিলিয়ন ব্যবহার করে স্মার্টফোনে। প্রত্যেক মাসে ভারতে ৬ থেকে ৭ মিলিয়ন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ভারতীয় গ্রাহকরা সহজেই এই অ্যাপসের মাধ্যমে যে কোনও ভাষা অনুবাদ করতে পারবে হিন্দিতে। এছাড়া যে কোনও ভাষায় লেখা সাইন বোর্ডের দিকে ক্যামেরা তাক করলেই সেই লেখা নিজের পছন্দ মত ভাষায় পড়া যাবে। গুগলের তরফ থেকে জানানো হয়েছে প্রত্যেকদিন বিশহব জুড়ে ১.৮ বিলিয়ন ফটো আপলোড হয়। এর ব্যাকআপ থাকছে গুগল ফটো অ্যাপে।
বাংলাদেশেরপত্র/এডি/আর