অভিমানী কোচ!
স্পোর্টস ডেস্ক:
চুপচাপ আর নিজের মধ্যে থাকা আর্জেন্টিনার নতুন কোচ জেরার্ডো টাটা মার্টিনো তার অভিমানের কথা বলেছেন। বার্সেলোনার সাবেক এ কোচ কাতালানদের প্রতি অভিমানের সুর তুলেছেন। গত মৌসুমে বার্সার কোচ হিসেবে দায়িত্ব পালন করা মার্টিনো অবাক হন, যখন তিনি কাতালানিয়াতে ফিরে যান। সেখানে অনেক লোকই নাকি তাকে চিনতে পারে না। আর এটিই ৫১ বছর বয়সী আর্জেন্টিনার কোচের দুঃখ। ক্যাম্প ন্যু’তে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। বার্সার সাবেক এ কোচ বলেন, ‘আমি অবাক হয়ে খেয়াল করি, এখন অনেক লোক আমাকে চেনে না। সেখানকার সুপার মার্কেটে গেলে অনেকেই আমার পরিচয় জানতে চায়। বিষয়গুলো আমাকে অবাক করে।’ মেসির শহর রোসারিওতে জন্ম নেওয়া এ আর্জেন্টাইন বার্সেলোনার হয়ে ২০১৩-১৪ মৌসুমে কোচের দায়িত্ব পালন করেছেন। টিটো ভিলানোভার উত্তরসূরি হিসেবে কাতালানদের হয়ে দায়িত্ব পান তিনি। নিজের প্রথম লা লিগা ম্যাচে লেভান্তেকে ৭-০ গোলে উড়িয়ে দেয় তার শিষ্যরা। দুই বছরের জন্য তার সঙ্গে বার্সার চুক্তি থাকলেও এক বছরের মাথায় বার্সাকে কোনো বড় শিরোপা এনে দিতে না পারার ব্যর্থতার জন্য তিনি দায়িত্ব ছেড়ে দেন। এর আগে মার্টিনো প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের দায়িত্বে ছিলেন ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত। বিশ্বকাপের ফাইনালে উঠা আর্জেন্টিনার কোচ আলজান্দ্রো স্যাবেলার উত্তরসূরি হিসেবে এবার তিনি দায়িত্ব পেয়েছেন নিজ দেশের জাতীয় দলের। দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে প্রীতি ম্যাচে ৪-২ গোলে হারিয়েছে তার শিষ্যরা।