নড়াইলের পল্লীতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্য
উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আশিক মোল্লার (১৯) মৃত্য হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদর হাসপাতলে তার মৃত্যু হয়। আশিক বাহিরপাড়া গ্রামের সলেমান মোল্লার ছেলে। আগামি ২৬ আগস্ট আশিকের নৌবাহিনীর নাবিক পদে যোগদানের কথা ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এলাকাবাসী জানান, পারিবারিক কহলের জের ধরে আজ সকাল ৬টার দিকে বড় ভাই আসলাম মোল্লার সাথে ছোট ভাই আশিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাই আসলাম লাঠি দিয়ে আশিককে মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতলে ভর্তির পর তার মৃত হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান এ প্রতিবেদক উজ্জ্বল রায়ের কাছে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর