নড়াইলে পল্লীতে সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে নিহত ১
নড়াইল জেলা প্রতিনিধি : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে সৈয়দ ইলিয়াস আলী (৬০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া দুইপক্ষের হামলায় ৫জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, কুমড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লতিফুর রহমান পলাশ ও বনি শেখের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। এ দ্বন্দ্বের জের ধরে আজ বিকেলে কুমড়ি পশ্চিমপাড়ায় দুইপক্ষের সংঘর্ঘ বেঁধে যায়। সংঘর্ঘ চলাকালে পলাশ গ্রুপের লোকজন বনি শেখের ওপর গুলি চালায় বলে অভিযোগ রয়েছে।
এ সময় গুলিতে বনি শেখ গ্রুপের সৈয়দ ইলিয়াস আলী নিহত হন। তার বুকের ডান পাশে ও গলার নিচে দু’টি গুলিবিদ্ধ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। লোহাগড়া থানার এসআই শিমুল গুলিবিদ্ধ হয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশেরপত্র/এডি/ আর