৫৭ ধারা কেন অবৈধ নয় : হাইকোর্ট
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট । এ বিষয়ে ১১ বিশিষ্ট নাগরিকের দায়ের করা রিটের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ১১ বিশিষ্ট ব্যক্তির পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
বাংলাদেশেরপত্র/এডি/আর