হাতীবান্ধায় বজ্রপাতে স্কুল শিক্ষকের মৃত্যু
হাতীবান্ধা সংবাদদাতা(লালমনিরহাট):
লালমনিরহাটের হাতীবান্ধার গেন্দুকুড়ি এলাকায় শ্বশুরবাড়ীতে বেড়াতে গিয়ে বজ্রপাতে আব্দুল কাদের সাজু(৩৫) নামে এক স্কুলে শিক্ষকের মৃত্যু হয়েছে।নিহত আব্দুল কাদের সাজু হাতীবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রাম এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি টংভাঙ্গা ইউনিয়নের আলহাজ্জ্ব সমশের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষক।
আলহাজ্জ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বাবলু ও নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, সোমবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি(বাড়াইপাড়া) এলাকার শ্বশুরবাড়ী বেড়াতে গিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় বজ্রপাত পড়ে নিহত হন। শ্বশুৃরবাড়ী থেকে নিজকর্মস্থল বিদ্যালয়ে আসার প্রস্তুতিকালে হঠাৎ বজ্রপাত পড়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্বজনরা উদ্ধার করে স্থানীয় হাতীবান্ধা উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমজান আলী বলেন, ‘স্কুল শিক্ষক আব্দুল কাদের সাজুকে হাসপাতাল আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এদিকে, নিহত সাজুর কর্মস্থল আলহাজ্জ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বাংলাদেশেরপত্র/ এডি/ আর