Connecting You with the Truth

দীর্ঘ সাত বছর পর শেখর কাপুরের ‘পানি’র

b-1
বিনোদন ডেস্ক:
পরিচালক শেখর কাপুর দীর্ঘ সাত বছর পর তার বহুল প্রত্যাশিত ছবি ‘পানি’র মাধ্যমে পরিচালনা জগতে ফিরছেন। ছবিটি প্রযোজনা করবেন যশ রাজ ফিল্মের আদিত্য চোপড়া। ছবির নায়ক সুশান্ত সিং রাজপুতকে বহু আগেই ঠিক করে রেখেছিলেন তিনি। অবশেষে খুজে পেলেন ছবির নায়িকাকেও। সঞ্জয় লীলা বনসালীর ‘ব্লাক’ ছবির সেই ১১ বছর বয়সী কালা-বোবা মেয়ের কথা কি মনে আছে সবার? যে কিনা রানি মুখার্জির ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। হ্যাঁ সেই আয়েশা কাপুরই শেখরের আধুনিক প্রেম কাহিনী মুলক ছবির নায়িকা। ছবির পরিচালকের মতোই দীর্ঘ নয় বছর পর চলচ্চিত্র অঙ্গনে আবারো মুখ দেখাতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে আদিত্য চোপড়ার পছন্দের তালিকায় থাকলেও আয়েশাকে নাকি পরিচালকের ততোটা মনপুত হয়নি। শেখর ছবিতে হলিউড অভিনেত্রী যেমন ক্রিস্টেন স্টুয়ার্ট, এমা ওয়াটসন ও জেনিফার লরেন্স এর মতো অভিনেত্রীদের নিয়ে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু আদিত্যর জেদের কারনে বাধ্য হয়েই আয়েশাকে নিতে বাধ্য হন তিনি।


Comments
Loading...