জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইন পাস শিগগিরই
জাতীয় সংসদের চলতি অধিবেশনেই ‘বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইন, ২০১৫ পাস হতে পারে। জাতীয় সংসদের চলতি অধিবেশনেই এ আইন পাস করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে বলে শিল্প মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।
শিল্প মন্ত্রণালয়ের দয়িত্বশীল কর্মকর্তা জানান, পরিবেশ সম্মত কর্মপরিবেশ ও শ্রম অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাহাজ ভাঙা শিল্পের জন্য এই আইন করা হচ্ছে।
বাংলাদেশ শিপ ব্রেকার্স মালিক সমিতির সভাপতি আবু তাহের বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সরকার ২০১১ সালে বর্তমান ‘শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং রুলস জারি করেছিল। যা আইনে পরিণত করতে যাচ্ছে। এই আইনের ব্যাপারে আমরা আপত্তি জানিয়েছি। এ ব্যাপারে আইনজ্ঞদের সাথেও আলোচনা করা হয়েছে। ইতিমধ্যে সরকারের শিল্প মন্ত্রণালয়ের সাথে বৈঠকে আলোচনাও করা হয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর