Connect with us

বিবিধ

বিল গেটসের স¤পদের নেপথ্য ব্যক্তি

Published

on

রকমারি ডেস্ক:
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে ছোট বড় সবার কাছেই সমানভাবে পরিচিত মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অবসর নিয়েছেন কিছুদিন আগেই। বর্তমানে নানা দাতব্য কাজে ব্যয় করছেন নিজের সময় এবং অর্থ। কিন্তু তাঁর স¤পদের পরিমাণ এরপরও থেমে নেই একটি নির্দিষ্ট অঙ্কে। কিন্তু কিভাবে সম্ভব। এর পেছনে পুরো কৃতিত্বের দাবীদার ‘গেটসকিপার’। মাইকেল লারসন যার আসল নাম। তিনি ক্যাসকেড ইনভেস্টমেন্টের পরিচালনার দায়িত্বে রয়েছেন। বিল গেটস যখন তাঁকে নিয়োগ দেন, তখন তাঁর স¤পদের পরিমাণ ছিল মাত্র ৫০০ কোটি মার্কিন ডলার। যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৬০ কোটি ডলারে। মূলত বিল গেটসের অর্থ খরচ এবং বিনিয়োগ করার স¤পূর্ণ ব্যাপারটিই দেখাশোনা করেন লারসন। তাঁর পরিকল্পনাতেই বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিনিয়োগের কাজটি করে থাকেন গেটস। বিল গেটসের ‘গেটসকিপার’ হিসেবে দায়িত্বটা যে সঠিক এবং সুচারুরূপে পালন করে আসছেন লারসন, তার প্রমান ইতোমধ্যেই পেয়ে গেছেন। ২০১৩ সালেও বিল গেটসের স¤পদের পরিমাণ ছিল যেখানে ৭ হাজার ৬০০ কোটি ডলার, সেখানে ২০১৪ সালে এর পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ১৬০ কোটি ডলার। এই বছর লারসনের সাথে বাণিজ্যিক স¤পর্কের ২০ বছর পূর্তি অনুষ্ঠান পালন করেন বিল গেটস। সিয়াটলের বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে বিল গেটস বলেন, লারসনের উপর তার রয়েছে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা। আর এই আস্থার প্রতিদানও লারসন দিয়ে চলেছেন ভালোভাবেই। তবে লারসন নিজেকে নিয়ে প্রচারে খুব একটা আগ্রহী নন। তিনি নিজে খুবই মিতব্যয়ী স্বভাবের। তিনিই নিজে এমনই মিতব্যয়ী স্বভাবের যে, নিজেদের বিনিয়োগ রয়েছে এমন পাঁচ তারকা হোটেলেও নিজেদের কর্মীদের থাকতে নিরুৎসাহিত করেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *