Connecting You with the Truth

ভাঙ্গায় যুবকের মস্তক দ্বিখন্ডিত লাশ উদ্ধার। আটক-১।

SAM_2505ভাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি ঃ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে সোমবার রাত ১১.৩০ টার দিকে এক যুবকের মস্তক দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায় সোমবার রাত ১০ টার দিকে হাইওয়ে থানায় ফোন আসে মুনসুরাদ মহাসড়কের পাশে মটরসাইকেল এক্সিডেন্টে এক যুবক মারা গেছে। খবর পেয়ে হাইওয়ে থানার ওসি মোঃ হোসেন সরকার ভাঙ্গা থানায় ফোন করেন এবং দ্রুত ঘটনা স্থলে যান। এ সময় ভাঙ্গা থানার সেকেন্ড অফিসার মিরাজ হোসেন ও এস আই নাছির ঘটনা স্থলে আসেন। অতপর তারা দেখতে পান রাস্তার পাশে এক যুবকের মস্তক দ্বিখন্ডিত লাশ পড়ে আছে। পাশেই পড়েছিল একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল সেট। থানার পুলিশ লাশ, মোটর সাইকেল এবং মোবাইল সেট থানায় নিয়ে আসে। পুলিশ মোবাইল সেটের নম্বর দেখে রাতেই অভিযান চালিয়ে আরামবাগ চরকান্দা গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে ইব্রাহীম (২৬) কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত যুবকের নাম পান্না ভুইয়া। সে রুপগঞ্জের আদাবরের মিলন ভুইয়ার ছেলে। গত ৩ দিন পুর্বে পান্না চরকান্দা গ্রামের হারুন শেখের ছেলে মনির শেখ (২৮) ্এর নিকট উল্লেখিত মোটরসাইকেলটি বিক্রি করে। সোমবার সন্ধায় পান্না ভাঙ্গা এসে আর ফিরতে পারেনি। পুলিশ ধারনা করছে মনির শেখকে ধরতে পারলে সব রহস্য বেড়িয়ে আসবে। এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম বলেন এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত খুনিকে গেস্খপ্তার করে আইনের হাতে তুলে দিব।

Comments
Loading...