Connecting You with the Truth

শিল্পী লাকী আখন্দের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকার অনুদান

llllখ্যাতিমান গায়ক, সুরকার, গীতিকার ও মুক্তিযোদ্ধা লাকি আকন্দের চিকিৎসা সহায়তায় পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, ৬৮ বছর বয়সী শিল্পীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য পরিবারের কাছে চেক হস্তান্তর করেছেন। উন্নত চিকিৎসার জন্য গত ১০ সেপ্টেম্বর লাকি আকন্দকে ব্যাংকক নিয়ে যাওয়া হয়।

গত ১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হলে সপ্তাহখানেক পর তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।

উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের পায়থাই হাসপাতালে নিয়ে কেমোথেরাপি দেওয়া হলেও তেমন সাড়া মিলছে না। হাসপাতালে লাকির সঙ্গে রয়েছেন তার মেয়ে মাম্মিন্তি।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী লাকি আকন্দ। অসংখ্য কালজয়ী গানের সুর করেছেন, গেয়েছেনও। এই কালজয়ী শিল্পীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...