Connecting You with the Truth

টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে ধর্ষণের ভিডিও প্রকাশ, আটক দুই

টাঙ্গাইলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দিয়েছে বখাটেরা। অভিযুক্তদের হুমকিতে নির্যাতিতা বিষয়টি প্রথমে গোপন রাখলেও ভিডিওচিত্র প্রকাশ হওয়ার পর মামলা করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় দুই বখাটেকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এদিকে, বাকী অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নির্যাতিতার স্বজনদের অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে, ক্লাস শেষে ভূঞাপুর উপজেলার নিজ গ্রামের বাড়িতে ফিরছিলো ওই স্কুলছাত্রী। এ সময় তার পথরোধ করে জোরপূর্বক যমুনা সেতু সংলগ্ন বেলটিয়া এলাকায় নিয়ে যায় স্থানীয় বখাটে আলামিন, রিপন ও রহিম। পরে, নৌকায় উঠিয়ে তাকে ধর্ষণ করে তা মোবাইলে ভিডিও করে তারা।

এ ঘটনা কাউকে জানানো হলে, ভিডিও চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় বখাটেরা। ভয়ে ধর্ষণের ঘটনা গোপন রাখলেও, গত ১৫ সেপ্টেম্বর মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। এদিকে, ধর্ষণে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ঘটনার পর স্থানীয় লোকজন রিপন ও রহিম নামে দুই বখাটেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এদিকে, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতা স্কুল ছাত্রীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় বুধবার ভূঞাপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিতা। তবে এখনো ভিডিওচিত্র ধারণকারী আলামিনসহ দু’জন পলাতক রয়েছে।

Comments
Loading...