মেসিকে গলা চেপে ধাক্কা অলিভেইরা
স্পোর্টস ডেস্ক:
লা লিগায় নিজেদের পঞ্চম ম্যাচে গোলশুন্য ড্র করেছে বার্সেলোনা। প্রতিপক্ষ হিসেবে তাদের সামনে ছিল স্বাগতিক হিসেবে মাঠে নামা মালাগা। এ ম্যাচে বার্সার তারকা ফুটবলার লিওনেল মেসিকে মালাগার এক খেলোয়াড় ধাক্কা দিয়ে ফেলে দেন। ম্যাচের এক পর্যায়ে মালাগার ডি বক্সে আর্জেন্টাইন তারকা মেসির গলা চেপে ধরে ধাক্কা দেন মালাগার হয়ে ১৫৪ ম্যাচ খেলা ব্রাজিলিয়ান ফুটবলার ওয়েলিংটন অলিভেইরা। ঘটনাটি ঘটে ম্যাচের ৮২ মিনিটে। বার্সার একটি কর্ণার কিক নেওয়ার সময় মেসি মালাগার ডি বক্সে পজিশন নেন। এ সময় মেসির গলা চেপে ধরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন ৩৫ বছর বয়সী ওয়েলিংটন। এ সময় বার্সার আরেক ফুটবলার জেরার্ড পিকে দৌড়ে এসে বাকবিতন্ডায় জড়ালে রেফারির নজর এড়ায়নি বিষয়টি। পিকে এবং ওয়েলিংটন দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।