রংপুরে দৈনিক রংপুর চিত্র পত্রিকা অফিসে হামলা; আটক এক
রংপুর সংবাদদাতা: সংবাদ প্রকাশের জের ধরে রংপুর চিত্রের স্টাফ রিপোর্টার এসএস পিয়ালকে অপহরণ করে মারধর করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে দৈনিক রংপুর চিত্র পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় তাকে তুলে নিয়ে যায়। এ সময় পত্রিকা অফিসেও ব্যাপক ভাংচুর চালায় দুর্বৃত্তরা। পরে সাংবাদিক নেতৃবৃন্দ সহকর্মী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করা হয় তাকে।
জানাগেছে, “বিএসটিআইর অনুমোদন ছাড়াই ড্রিংকিং ওয়াটার বাজারজাতকরণ” শিরোনামে দৈনিক রংপুর চিত্র পত্রিকায় খবর প্রকাশিত হয়। সংবাদে রংপুরের কামাল কাছনা এলাকার রয়েল অর্কিড ইন্টারন্যাশনালের পিউরিফাইড ড্রিংকিং ওয়াটার সম্পর্কে বস্তুনিষ্ঠ সত্য তথ্য তুলে ধরেন সাংবাদিক পিয়াল এবং সংশ্লিষ্ট সংবাদে রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, বিএসটিআই এর ফিল্ড অফিসার ( সার্টিফিকেট মার্ক) শাহাদত হোসেন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগমের মন্তব্যও তুলে ধরা হয়। এই সংবাদের জের ধরে অপহরণ করা হয় সংশ্লিষ্ট সংবাদের প্রতিবেদক এসএম পিয়ালকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহষ্পতিবার দুপুরে হঠাৎ ১০/১২ জনের একটি দল দৈনিক রংপুর চিত্র অফিসে এসে অফিসের চেয়ার টেবিল, কম্পিউটার সহ অন্যান্য জিনিষপত্র ভাংচুর শুরু করে। এ সময় তারা কর্মরত সাংবাদিক এসএম পিয়ালকে টেনে হেঁচরে মারধর করতে করতে বাইরে নিয়ে আসে। এ সময় পত্রিকার জন সংযোগ কর্মকর্তা মো. আকতারুজ্জামান লুলু বাঁধা দিতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়। পরে সাংবাদিক এসএম পিয়ালকে মোটর সাইকেলে তুলে অপহরণ করে অর্কিড ইন্টারন্যাশনাল এর গোডাউন ঘরে নিয়ে আটকে রেখে মারধর করে সন্ত্রাসীরা। খবর পেয়ে তার সহকর্মী, রংপুরের সিনিয়র সাংবাদিকবৃন্দ পুলিশের সহায়তায় শহরের কামালকাছনা এলাকার রয়েল অর্কিড ইন্টারন্যাশনালের এর গোডাউন থেকে পিয়ালকে দেড় ঘন্টা পর উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিকভাবে তন্ময় নামে একজনকে আটক করেছেন।
এদিকে সাংবাদিক পিয়ালকে অপহরণ ও মারধরের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে রংপুরের সাংবাদিক সমাজে। তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা। সন্ধ্যায় রংপুর প্রেসক্লাবে রংপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রংপুর চিত্রের উপদেষ্টা সম্পাদক সদরুল আলম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রশিদ বাবু, সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক ও রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আশরাফ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, সাংবাদিক মানিক সরকার, রফিক সরকার, সাংবাদিক ইউনিয়নের সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, দৈনিক রংপুর চিত্রের চিফ রিপোর্টার রেজাউল করিম রেজা, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে আগামী রোববার সাংবাদিক মসিউর রহমান উৎস হত্যা ও এস.এম পিয়াল অপহরনের ঘটনার প্রতিবাদে ও অপরাধিদের গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
সাংবাদিক পিয়ালকে অপহরণ ও মারধরের বিষয়টি স্বীকার করে কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনাটি শুনেছি। ১ জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে অন্যদের গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।