Connecting You with the Truth

ভারতে পাচার হওয়া ৭ কিশোরকে ৩ বছর পর ফেরত

benapole_repatriation_picture[1]কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের শিকার বাংলাদেশি ৭ কিশোর ৩ বছর পর সোমবার বিকালে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে তাদেরকে ফেরত দিয়েছে।

ফেরত আসা কিশোররা হলেন,সাতক্ষীরার রহিশ উদ্দিনের ছেলে জাহিদুল(১৪),ইদ্রিসের ছেলে রহমত আলী(১৩),বাগেরহাটের মহারাজের ছেলে হাফিজুর(১৩),কবিরের ছেলে আরিফ(১৪),যশোরের রশিদের ছেলে আবুল(১৫),হালিমের ছেলে ছাদিক(১৩) ও গোপালগঞ্জের অনিকুলের ছেলে চন্দরকর(১৫)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম জানান,ফেরত আসা কিশোরদের বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতির কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।তারা কিশোরদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে। বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতির যশোর এরিয়া কর্মকর্তা মুহিত হোসেন জানান,বন্দি চুক্তি আইন অনুযারী এসম কিশোরদের ফেরত আনা হয়েছে।ফেরত আসা কিশোরদের অবিভাবকরা যদি পাচারকারীদের নামে মামলা করতে চাই তাহলে মহিলা আইনজিবী তাদের সহযোগীতা করবে।

Comments
Loading...