Connecting You with the Truth

ফরিদপুরে নতুন ভোটার বেড়েছে ৬৪ হাজার

images-4ফরিদপুর  প্রতিনিধি: ফরিদপুর জেলায় প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নতুন ভোটার বেড়েছে ৬৪ হাজার ৬৯৬ জন। বৃদ্ধির এ হার ৪.০৭ শতাংশ।

খসড়া এ তালিকায় অন্তর্ভুক্ত পুরুষ ভোটারের সংখ্যা ৩৩ হাজার ৩৫২ এবং নারী ভোটার ৩১ হাজার ৩৪৪ জন। হালনাগাদে মৃত ভোটার ১হাজার ৭৭৭ জনকে কর্তন করা হয়েছে। স্থানান্তর হয়েছে ৯ হাজার ৯২৪ জন ভোটার।

এ তালিকায় ২য় স্তরে ১৯৯৮ সাল থেকে যাদের জন্ম হয়েছে এমন নিবন্ধিত ভোটারের সংখ্যা ১৯ হাজার ৯৪২ জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৬০২ জন এবং নারী ৮ হাজার ৪২৫ জন।

খসড়া ভোটার তালিকা সম্মন্ধে কোন দাবি, আপত্তি ও সংশোধনের জন্য ১৭ জানুয়ারীর মধ্যে আবেদন করা যাবে। ৩১ জানুয়ারী চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, খসড়া এ তালিকায় জেলা সদরে ৩ লাখ ১৯ হাজার ২৩৭ জন, ভাংগায় ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন, বোয়ালমারীতে ১ লাখ ৬৯ হাজার ২০৩ জন, মধুখালীতে ১ লাখ ৩৯ হাজার ৪৭৪ জন, সদরপুরে ১ লাখ ৩৩ হাজার ৯৭০ জন, নগরকান্দায় ১ লাখ ৩১ হাজার ৬৭৯ জন, সালথায় ১ লাখ ৬ হাজার ৮৩৭ জন, আলফাডাঙ্গায় ৭৫ হাজার ৭২৯ জন ও চরভদ্রাসনে ৪৮ হাজার ২৩৬ জন ভোটার রয়েছেন।

Comments
Loading...