পেটের ব্যথা সইতে না পেরে আত্মহত্যা
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা: পেটের ব্যথা সহ্য করতে না পেরে রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম মাহবুবা বেগম (৭৫)। বৃহস্পতিবার উপজেলার মধুপুর ইউপির সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহবুবা সরকারপাড়া গ্রামের মৃত আব্বাস আলির স্ত্রী।
স্থানীয়রা জনান, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিল। এর আগেও কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন। বৃহস্পতিবার সকালে তার নিজ শয়ন কক্ষে আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলফাজ হোসেন বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।