Connecting You with the Truth

বাম্পার ফলনের সম্ভবনা; মহাদেবপুরে ব্যস্ত পিঁয়াজ চাষিরা

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে চাষিরা পিঁয়াজ রোপনে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের ন্যায় এবারো বাম্পার ফলনের আশা করছে চাষিরা। গত বছর পিঁয়াজের ভালো ফলন হওয়ায় তাদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। কৃষকেরা জানিয়েছে,কম সময় লাগে বলে এই পিঁয়াজ চাষে আমাদের আগ্রহ বেশী। আলু তুলে জমি পতিত না রেখে পিঁয়াজ চাষে ঝুকে পড়েছি।

উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবরামপুর গ্রামের পিঁয়াজ চাষী আজিম উদ্দিন জানান,পিঁয়াজ চাষ করে ভাল দাম পাওয়া যায়। গতবার ২ বিঘা জমিতে পিঁয়াজ চাষ করেছিলাম এবার দ্বিগুন জমিতে পিঁয়াজ চাষ করছি।

উপজেলার সদর ইউনিয়নের নাটশাল গ্রামের চাষী মজিবর জানান,ফসলের মাঠে কৃষক ও কৃষি শ্রমিকদের বসে থাকার সময় নেই। ফলে শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে। এলাকার অনেক কৃষক বছরের এই সময়ে কাজের অভাবে রাজধানী সহ অন্যান্য জেলাতে কাজের সন্ধানে দিন মুজুরী করতে যেত, তারা এখন মাঠেই ব্যস্ত রয়েছে পিঁয়াজ চাষে।

মহাদেবপুর উপজেলার হাজারো পিঁয়াজ চাষীরা সার কীটনাশকের দাম কমিয়ে তাদের উৎপাদিত ফসলের দাম বৃদ্ধি করে দেওয়ার জন্য বর্তমান কৃষি বান্ধব সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন।

Comments
Loading...