Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৩৬তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত

03_223976নিজস্ব প্রতিবেদক: ৩৬তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) প্রাথমিক বাছাই পরীক্ষা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় পরীক্ষা শেষ হয়। সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রকাশ করা আসনবিন্যাস অনুসারে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের ১৬১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসির তথ্যমতে, ৩৬তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষায় পরীক্ষার্থী দুই লাখের বেশি। এই বিসিএসের মাধ্যমে দুই হাজারের বেশি কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ করা হবে।

এবার পরীক্ষার হলে পরীক্ষার্থীদের হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ির ব্যবহার নিষিদ্ধ করা হয়। সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়ালঘড়ি রাখার কথা জানায় পিএসসি।

নিয়োগের জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে ৩৬তম বিসিএসের বাছাই পরীক্ষায় মুঠোফোন, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বইপুস্তক ও ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে পিএসসি। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এসব পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করাসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করার কথা জানায় পিএসসি। একই সঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করার কথা বলা হয়।

Leave A Reply

Your email address will not be published.