Connecting You with the Truth

বাংলা অনুবাদক নিয়োগ দিল ফেসবুক

Bengali translator appointed on Facebookঅনলাইন ডেস্ক: বাংলা ভাষায় দেয়া স্ট্যাটাস বুঝতে অনুবাদক নিয়োগ দিয়েছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক। রবিবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বিষয়টি জানান। চিঠিতে ফেসবুক কর্তৃপক্ষ অনুবাদক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১৮ নভেম্বর বাংলাদেশ সরকারের এক নির্দেশে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ,হ্যাংআউট, ট্যাংগো,লাইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া হয়। এরপর এ নিয়ে দেশ জুড়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম হয়। এতে ফেসবুকের কাছে চিঠি লেখেন তারানা হালিম।

তার ওই চিঠিতে সাড়া দিয়ে ফেসবুক থেকে দুজন প্রতিনিধি আসেন বাংলাদেশে। তারা বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়ে যান। আর এই আশ্বাসের অংশ হিসেবে অনুবাদক নিয়োগ দেয়া হয়েছে, এমনটাই মনে করছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।

দেশের নিরাপত্তার স্বার্থে সরকার মাঝে মাঝেই ফেসবুকের কাছে বিভিন্ন ব্যবহারকারীর তথ্য চায়। অনেক সময় অনেকের আইডি ব্লক করে দেয়ার আবেদন করে। এ রকম পরিস্থিতিতে ভাষাগত কারণে ফেসবুক কর্তৃপক্ষ ওই সব ব্যবহারকারীদের স্ট্যাটাসসহ অন্যান্য কনটেন্ট বুঝতে পারে না। আর সে কারণেই বাংলা অনুবাদক নিয়োগ দিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি।

Leave A Reply

Your email address will not be published.