সাংবাদিক লাঞ্চিত
এস এম মামুনুর রশিদ,দাকোপ(খুলনা)
বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের ঘটনায় খুলনা জেলার দাকোপে এক সাংবাদিক প্রতিপক্ষের হাতে লাঞ্চিত হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষে দাকোপ থানায় একটি জিডি এন্ট্রি হয়েছে বলে জানাগেছে।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, গত ২রা জানুয়ারী দৈনিক আমার কাগজ পত্রিকার খুলনা প্রতিনিধি গৌতম সরকার দাকোপে এসএসসি পরীক্ষার্থী লিংকর রায়ের রহস্য জনক আত্মহত্যা সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করায় তার উপর ক্ষিপ্ত হয় স্থানীয় অমর বর্মনের পুত্র বিপ্লব বর্মন এবং বিপ্লব বর্মনের পুত্র প্লাবন বর্মন। এরই ধারাবাহিকতায় গত ৯ জানুয়ারী সন্ধা সাড়ে ৬ টায় উক্ত পত্রিকার প্রতিনিধি গৌতম সরকার দাকোপ বাজারস্থ সত্যজিত রায়ের চায়ের দোকানে কেরাম খেলতে থাকলে প্রতিপক্ষরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ তার পত্রিকার পরিচয় পত্র ছিনিয়ে নিয়ে লাঞ্চিত করে এবং বিভিন্ন হুমকি প্রদান করে।
এ ঘটনায় ভুক্তভোগী গৌতম সরকার গত ১০/০১/১৬ ইং তারিখ দাকোপ থানায় উলে¬খিত দুই জনের নাম উলে¬খ করে একটি জিডি এন্ট্রি করে। যার জিডি নং-৪১৬।
আড়ও পড়ুন>>চুয়াডাঙ্গায় দৈনিক যুগান্তরের বিরুদ্ধে মামলা
>>>>>>>>>>ধর্মান্তরিত হওয়ায় চিকিৎসক খুন; দায় স্বীকার আইএস’র
বিডিপি/মাওলা