কমলো ভোজ্যতেলের দাম
সব ধরনের ভোজ্য সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। বোতলজাত বা খোলা বিক্রি হওয়া সব সয়াবিল তেলের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান তাজুল ইসলাম চৌধুরী এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ, ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, শামীম ওসমান এমপি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী, হামীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ।