Connecting You with the Truth

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় অন্তত ২০জন নিহত

burkina_faso_640x360_ap_nocredit

আন্তর্জাতিক ডেস্ক: বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর একটি হোটেলে সন্ত্রাসী হামলায় অন্তত ২০জন নিহত হয়েছে। এখনো সেখানে অনেককে জিম্মি করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভবনটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে সরকারি বাহিনী। আল-কায়েদা ইন ইসলামিক মাগরেব নামের একটি জিহাদি গ্রুপ ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্প্লেনডিড হোটেলে বেশ কয়েকজন মুখোশ পড়া বন্দুকধারী হঠাৎ ঢুকে পড়ে গুলি করতে শুরু করে। এর আগে হোটেলের সামনে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তারা পাশের একটি কাপুচিনো ক্যাফেতেও হামলা করে।হোটেলটিতে জাতিসংঘ থেকে আসা কর্মকর্তা ও পশ্চিমা দেশগুলো থেকে আসা পর্যটকরা থাকেন। হোটেলটি থেকে অন্তত ৩০জনকে মুক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রী রেমিস ডান্ডজিনো। হোটেলের অভিযানে বুরকিনা ফাসোর বিশেষ বাহিনীকে সহায়তা করছে সেখানে মোতায়েন করা ফরাসি বাহিনী।

Comments
Loading...