Connecting You with the Truth

বগুড়ায় ফেন্সিডিলসহ মহিলা গ্রেফতার

phensidyle1565-765x510

ইমরান  হোসেন,  বগুড়া: বগুড়ায়  ফেন্সিডিলসহ  এক  মহিলা  মাদক  ব্যাবসায়ীকে  গ্রেফতার  করেছে  র্র্যাব-১২।  এব্যপারে  শাহজাহানপুর  থানায়  মামমা  দায়ের  করা  হয়েছে। জানা  গেছে  শনিবার  রাতে  র্র্যাব -১২  বিশেষ  অভিযানে  শাহজাহানপুর  উপজেলার  গন্ডগ্রাম  সারিয়াকান্দি  এলাকায়  অভিযান  পরিচলনা  করে  ১১ বোতল  ফেন্সিডিলসহ  গন্ডগ্রাম  সারিয়াকান্দি  পাড়ার  মৃতঃ টুকু  মিয়ার  স্ত্রী  মাদক  ব্যাবসায়ী  বুলবুলি  বেওয়াকে  গ্রেফতার  করা  হয়।  এলাকাবাসী  সূত্রে  যানা  গেছে  বুলবুলি  অনেক  দিন  যাবত  মাদক  ব্যাবসার  সাথে  জড়িত।

Comments
Loading...