বগুড়ায় সরিষার ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
ইমরান, বগুড়া: বগুড়ায় নিখোঁজের এক দিন পর জেলার দুপচাছিয়াই রোকেয়া বেগম (৬৮) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধার দিকে উপজেলার নিমতলী মাদ্রাসার পূবপাশের সরিষার ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এলাকাবাী সূত্রে জানা যায়, নিহত রেকেয়া বেগম হরিনগাড়ী গ্রামের মৃত আব্দুস ছোবাহানের স্ত্রী বতমানে বড়ধাপ গ্রামের বড় ছেলে ইউনুসের সাথে বসবাস করতো। তার ছোট ছেলে ইয়াকুব হরিনগাড়ী গ্রামেই বসবাস করে। সে গত বৃহস্পতিবার একটি গরু ও শুক্রবার কিছু জমি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে। ১৬ জানুয়ারি শুনিবার রহস্যজনক ভাবে নিখোঁজ ছিল। ঘটনার দিন বিকালে পুলিশ খবর পেয়ে বৃদ্ধার লাশ সরিষার ক্ষেত থেকে উদ্ধার করে সুরতহাল রিপোট তৈরী করে ময়লা তদন্তের জন্য মগে প্রেরন করে । এলাকাবাসীর ধারনা গরু ও জমি বিক্রির টাকার জন্যই তাকে হত্যা করা হয়েছে। দুপচাছিয়া থানার ওসি নজরুল ইসলাম বৃদ্ধের লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, রোকেয়ার মৃত্যু রহস্যজনক। নিহত পরিবারের পক্ষ থেকে যে ধরনের অভিযোগ পাওয়া যাবে সে ভাবেই আইনী ব্যবস্থা নেয়া হবে। তবে ময়লা তদন্তের রিপোট হাতে পেলেয় প্রকৃত রহস্য উদঘাটিত হবে।