Connecting You with the Truth

জি এম কাদেরকে উত্তরসূরি করলেন এরশাদ

ershad_98970জাতীয় পাটির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলে তার উত্তরসূরি ঘোষণা করেছেন। তার অবর্তমানে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তার ছোট ভাই জি এম কাদের।

তিনি বলেন, ‘আজ (রবিবার) থেকেই গোলাম মোহাম্মদ কাদের দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া আমার অবর্তমানে দলের হালও ধরবেন তিনি।’ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন এরশাদ।

দলে কো-চেয়ারম্যানের কোনো পদ নেই উল্লেখ করে এরশাদ বলেন, আগামী এপ্রিলে দলের যে ত্রি-বার্ষিক সম্মেলন হবে সেখানে কো-চেয়ারম্যান পদ সৃষ্টি করে তা অনুমোদন করে নেয়া হবে। এই সম্মেলন অনুষ্ঠানের জন্য একটি প্রস্তুতি কমিটিও ঘোষণা করেন এরশাদ। গোলাম মোহাম্মদ কাদেরকে কমিটির আহ্বায়ক ও সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদারকে সদস্যসচিব হিসেবে ঘোষণা করা হয়।

Comments
Loading...