লালমনিরহাটে নবনির্মিত তিস্তা কলি ছাত্রী নিবাস’র উদ্ভোধন
জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা: পূর্বে ভারতীয় কাটাঁতার আর পশ্চিমে তিস্তা নদী এই দুয়ের মাঝে অবস্থিত লাললমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা। অনেকটা বন্দি খাঁচার ভিতর বসবাসকারী এই মানুষ গুলো অনেকটা পিছিয়ে। বিশেষ করে চর এলাকায় যে সব পরিবার রয়েছে তাদের সন্তানদের বর্ষায় নদী পাড় হয়ে আর শুকনো মৌসুমে কয়েক মাইল হেটেঁ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে লেখাপড়ার জন্য আসতে হয়। তাদের বর্ষায় আর শুকনো মৌসুমে অনেক কষ্ট করতে হয়।
তাই চর এলাকার শিশু ও নারীর সম্মতা উন্নয়নে সবার সম্মনিত উদ্যোগ ও অংশগ্রহন একান্ত দরকার এই ¯েøাগানকে সামনে রেখে জেলা হাতীবান্ধা উপজেলায় ৫২ সিট বিশিষ্ট নবনির্মিত তিস্তা কলি ছাত্রী নিবাস দ্বি-তল ভবনের উদ্ভোধন করেন। রোববার দুপুরে উপজেলার পারুলিয়া তফশিলী স্কুল এ্যান্ড কলেজ তাদরে মাঠ প্রাঙ্গনে এই উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করেন।
পারুলিয়া তফশিলী স্কুল এ্যান্ড কলেজের সভাপতি বদিউজ্জামান ভেলুর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এম.পি বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত গেয়ে পতাকা উত্তোলন করার পর নবনির্মিত তিস্তা কলি ছাত্রী নিবাস ভবনের শুভ উদ্ভোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা সহকারী পুলিশ সুপার সৈয়দ সরওয়ার্দ্দি, জেলা শিক্ষা অফিসার এ এস এম মোসলেম উদ্দিন, প্ল্যান বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সৌম্যব্রত গুহ, এস,এস হাই স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ এর প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রধান, আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, গেন্দুকুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন ফেন্সি, হাতীবান্ধা অফিসার ইনচার্স আব্দুল মতিন প্রধান প্রমূখ।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ লালমনিরহাট প্রোগাম ইউনিটের আওতায় সমন্বিত সামাজিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রায় পৌনে ১ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে এই অত্যাধুনিক ছাত্রীনিবাস নির্মান কার শুরু করে।