ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক অবরোধ
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুলিশের হাতে শ্রমিক নির্যাতনের অভিযোগে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার বিকেল ৩টা থেকে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড, সত্যপীর ব্রিজ ও বিসিক এলাকায় সড়কের মাঝখানে বাস ও ট্রাক রেখে অবরোধ করেন তারা।
শ্রমিকরা জানায়, দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোটর শ্রমিক সদস্য আসাদুল ইসলামসহ কয়েক শ্রমিককে পুলিশ মারধর করে। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা একত্রিত হয়ে সড়কে গাড়ি রেখে মহাসড়ক অবরোধ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
এদিকে, সড়কে গাড়ি রেখে ব্যারিকেড দিয়ে অবস্থান নেওয়ায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। মালবাহী শতাধিক ট্রাক ও বাস আটকা পড়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান শ্রমিককে মারধরের বিষয়টি অস্বীকার করলেও বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান।