Connecting You with the Truth

নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

Nilphamari_sm_984906146

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার দুন্দিবাড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-দুন্দিবাড়ি আহেলার বাজার এলাকার শাহিন (২৫) ও লাভলু (২৭)।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম জানান, শাহিন ও লাভলু সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে জলঢাকা শহরে আসছিলেন। পথে দুন্দিবাড়ি মোড় পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

Comments
Loading...