আওয়ামী লীগ নেতা এম এ আজিজ আর নেই
আওয়ামী লীগ নেতা এম এ আজিজ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের কার্ডিওলজি বিভাগে তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন কার্ডিওলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. গাফ্ফার আমিন।
গত আট বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আজিজ। ২০০৩ সালে সম্মেলনে সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ঢাকা মহগরের সভাপতি নির্বাচিত হলে ওই কমিটিতে সহসভাপতি হন আজিজ। এরপর একুশে অগাস্টের গ্রেনেড হামলায় আহত হানিফ ২০০৭ সালে মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি।