Connecting You with the Truth

লক্ষ্মীপুরে পৌনে দু’কোটি টাকার কারেন্ট জাল জব্দ


lokkhipur

রুবেল হোসেন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যে ৫লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। আজ শনিবার ভোর রাতে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকার মেঘনা নদীর পাড় থেকে এ জাল জব্দ করা হয়। পরে দুপুর ১২ টার দিকে আটককৃত জালগুলো কোস্ট গার্ড সদস্য, এলাকাবাসী ও স্থানীয় চর রমনী মোহন ইউপি চেয়ার‌্যমান ইউছুফ সৈয়ালের উপস্থিতিতে মেঘনা নদীর পাড়ে সুইজ গেইট এলাকায় পুড়িয়ে ফেলা হয়।

লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট কন্টিনজেন্ট কমান্ডার শাহ হাবিবুর রহমান জানান, আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি ট্রাকে করে প্রচুর পরিমান কারেন্ট জাল ঢাকা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে এসেছে। এমন সংবাদে মজুচৌধুরীর হাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। একপর্যায়ে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কারেন্ট জাল গুলো রেখে দ্রুত পালিয়ে যায় ট্রাকটি। এ সময় ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ডের ওই অভিযানিক দল। যাহার আনুমানিক বাজার মুল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। পরে কারেন্ট জাল গুলি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Comments
Loading...