হাতীবান্ধায় ক্রীড়া শিক্ষা সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধা এস এস মডেল হাইস্কুল এন্ড টেকনিক্যাল কলেজের আয়োজনে নানা কর্মসুচির মধ্য দিয়ে ক্রীড়া শিক্ষা সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসুচীরমধ্যে ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ও বার্ষিক মিলাদ মাহফিল।
আয়োজনের মধ্যে ছিল ক্রীড়া শিক্ষা সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী অনুষ্ঠান। স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু থাকলেও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। এ ছাড়াও উক্ত অনুষ্ঠান মালায় অতিথি ছিলেন টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন, ডাউয়াবাড়ি ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন বাবলা, সমাজ সেবক নূরল আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দিলীপ কুমার সিংহ, প্রাক্তন শিক্ষক কিশব চন্দ্র সিংহ ও লিয়াকত হোসেন মন্জু প্রমুখ।
অপরদিকে লালমনিরহাটের হাতীবান্ধা শাহ্ গরীবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এতে ম্যান পত্র পাঠ করেন বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফারাক্তা ফানসাব। আরও বক্তব্য রাখেন, স্কুলের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম বকুল,শফিকুল ইসলাম,প্রীতি রায় ও নবাগতদের পক্ষ থেকে সাদিয়া মনি।