Connecting You with the Truth

‘‌‌পাইপলাইনে গ্যাস থাকবে না, এলপিজিই সমাধান’

132742_1

অনলাইন ডেস্ক:

দেশে বড় শহরগুলোতে গ্যাসের যে সংকট চলছে তার সমাধানে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা শুরু করতে বলছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ‘‌‌আমরা আবাসিক খাতে পাইপসংযোগ দিয়ে প্রাকৃতিক গ্যাস দেয়া বন্ধ করে দিচ্ছি। এটা বন্ধ। বিকল্প হিসেবে আমরা সবাইকে বলছি এলপিজি (সিলিন্ডারে ভরা গ্যাস) ব্যবহার শুরু করতে।’

ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে গত বেশ কিছুদিন ধরেই চলছে বাসা-বাড়ি রেস্তোরায় তীব্র গ্যাস সংকট চলছে। বহু রান্নাঘরে মধ্যরাতের আগে কোনো গ্যাসই থাকছে না। সংকট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে স্বাভাবিক জীবনযাত্রা থমকে যাবার উপক্রম হয়েছে। এর সুরাহা কেন হচ্ছেনা ?

জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘এলপিজি বাজারেও সহজলভ্য। এর দামও কমে আসছে। আমরা এ্যাকশন প্ল্যান নিয়েছি তিন বছরের মাথায় সারা বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে জ্বালানি পৌছে দেবার।’

মন্ত্রী বলেন, বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস আছে তা দিয়ে আর দশ-বারো বছর চলবে। আমাদের বিকল্প হচ্ছে বাসা-বাড়িতে রান্নার জন্য এখন এলপিজির দিকে যেতে হবে। আমরা ধীরে ধীরে সেদিকেই চলে যাচ্ছি বলেন নসরুল হামিদ।

তিনি বলেন, ১৫০০ টাকা দিয়ে সিলিন্ডার পাওয়া যাচ্ছে, কিন্তু লোকে ৬০০ টাকা দিয়ে পাইপলাইনের গ্যাস নিয়ে সেটা অপচয় করছে, সারাদিন জ্বালিয়ে রাখছে, শীতের দিনে হিটার হিসেবে ব্যবহার করছে। ‘এটা থাকবে না, এবং ধীরে ধীরে কমতে থাকবে। পাইপলাইনে গ্যাস আর হয়তো আট-দশ বছর থাকবে।’  সূত্র: বিবিসি  বাংলা।

Comments
Loading...