Connecting You with the Truth

সিরিয়ার আলাদা বোমা হামলায় নিহত ২২

siriya

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার হোমস শহরে আলাদা বোমা হামলায় বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২২ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। মঙ্গলবারের এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হোমসের আল জাহরা আবাসিক এলাকায় প্রথমে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণের মধ্যেই আরেকটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। একটি নিরাপত্তা চৌকি লক্ষ্য করে হামলা চালানো হলেও; এতে বহু বেসামরিক লোকও হতাহত হয়। সিরিয়া বিষয়ে জেনেভায় আগামী ২৯ জানুয়ারি শান্তি আলোচনা শুরুর নতুন তারিখ ঘোষণার পরই এ হামলার ঘটনা ঘটলো।
এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কুর্দি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে সিরিয়া শান্তি আলোচনা আয়োজনের আহ্বান জানিয়েছেন। অন্যথায় আলোচনা সফলতার মুখ দেখবে না বলেও মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে সতর্কতা উচ্চারণ করেন ল্যাভরভ।

Comments
Loading...