Connecting You with the Truth

নড়াইলে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মুন্সী মোশাররফ হোসেন শিক্ষা ট্রাষ্টের চেক হস্তান্তর

narail 01 pic 27 01 16

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মুন্সী মোশাররফ হোসেন শিক্ষা ট্রাষ্টের তিন লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার চাচই-ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় ও আমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এক লাখ টাকা করে মুন্সী মোশাররফ হোসেন শিক্ষা ট্রাষ্টের তিন লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে চাচই-ধানাইড় মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিকালে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির ওয়াহিদুর রহমান এর নিকট চেক হস্তান্তর করেন এম,এ আব্দুল­াহ। তিনি এর পূর্বে ওই দুটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিকটও চেক হস্তান্তর করেন। এ উপলক্ষে চাচই-ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কাজী আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুর রহমান,বিশিষ্ট সমাজসেবক আঃ মান্নান মোল্যা, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের প্রভাষক মরিয়ম সাথী, শ্রাবণ মিডিয়ার চেয়ারম্যান এসএম ইকবাল হাসান, নড়াইল অনলাইন মিডিয় ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সহ-সভাপতি ইমরান হোসেন, সাংবাদিক শরিফুল ইসলাম, মোঃ ওবায়দুর রহমান, জাহিদুল ইসলাম, কাজী আশরাফ প্রমুখ।

Comments
Loading...