Connecting You with the Truth

নড়াইলে ইউএনও’র হস্তক্ষেপে তিনটি বাল্যবিয়ে বন্ধ; জরিমানা

Lohagara Pic-2 29.01

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের ইতনা ও ডিগ্রিরচরে তিনটি বাল্যবিয়ের দায়ে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে বিয়ের আসরে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বাল্যবিয়ে বন্ধসহ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে লোহাগড়া ইতনা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মিতা খানম এবং স্বরসতী একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজিয়া খানম ও একই বিদ্যালয়ের দশম শ্রেণির অর্চনা খানমের বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে লোহাগড়া ইউএনও সেলিম রেজা বিয়ের আসরে উপস্থিত হয়ে তিনটি বিয়ে বন্ধ করেন। বাল্যবিয়ের আয়োজন করায় মিতার বাবা ইতনা চরপাড়ার ওহাব মীরকে তিন হাজার টাকা জরিমানা, রাজিয়ার বাবা ডিগ্রিরচর গ্রামের জিয়াউর চৌধুরীকে দুই হাজার টাকা এবং অর্চনার বাবা জাফর সিকদারকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে, ‘উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না’ মর্মে মুচলেকা দিয়েছেন অভিভাবকেরা।

Comments
Loading...