Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাহালুতে বিশাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাহালু

ইমরান  হোসেন, কাহালু  (বগুড়া)  প্রতিনিধি:  কাহালু  উপজেলার  জামগ্রাম  ইউনিয়নে  সোনার  পাড়া  টাইগার  ক্লাবের  উদ্যেগে শুক্রবার  ফাইনাল  ফুটবল  খেলা  উনুষ্ঠিত  হয়েছে।  প্রতি  বছরের  ন্যায়  এবারো  তাদের  ক্লাবের  উদ্যেগে  ফুটবল  খেলা  আয়োজন  করা  হয়।  তারই  ধারাবাহিকতায়  আজ  ফাইনাল  ফুটবল  খেলা  অনুষ্ঠিত  হয়।  আজকের  ফাইনাল  খেলায়  শাজাহানপুর  উপজেলার  টেকুর  স্পোটিং  ক্লাব  এবং  নন্দীগ্রাম  উপজেলার  বনভেটি  স্পোটিং  ক্লাবের  মধ্যে  খেলা  উনুষ্ঠিত  হয়েছে ।  খেলায়  বিজয়ী  দল  হিসাবে  ২/০  গোলে  এগিয়ে  বনভেটি  স্পোটিং  ক্লাব  তারা  পুরুস্কার  হিসাবে  পেয়েছে  একটি   কালো  মহিশ।   এবং  রানার  সাপ  দল  হিসাবে  একটি  গরু  উপহার  পেয়েছে  টেকুর  স্পোটিং  ক্লাব।  আসকের  খেলায়  প্রধান  অতিথি  ছিলেন  আলহাজ্ব  হেলাল  উদ্দিন  কবিরাজ  মেয়র  কাহালু  পৌরসভা  বিশেষ  অতিথি  হিসাবে  উপস্থিত  ছিলেন  আলহাজ্ব  ডা. আব্দুল  হাকিম  চেয়ারম্যান  ৯ নং  মালঞ্চা  ইউনিয়ন  পরিষদ  এছাড়াও  জামগ্রাম  ইউনিয়ন  পরিষদের  চেয়ারম্যান  আবুল  কালাম  আজাদ ।  খেলায়  বিশেষ  চমক  ছিল  নাইজেরিয়ার  খেলুয়ার  থিমসি,  কেসি,  মাইকেল  সহ  দেশের  খ্যাতনামা  ক্লাব  বিকেএসপি ,  আবহানী,  ভিক্টোরিয়া ,  চট্টগ্রাম  মুক্তিযোদ্ধা  সংসদের  কয়েক  জন  খেলুয়ার  মাঠ  মাতিয়ে  তোলেন।  তবে  আসকে  ৫০ হাজার  এর  বেশি  লোক  উপস্থিত  ছিলেন  অনেকে  গাছের  ডালে  ডালে  বসে  খেলাটি  উপভোগ  করেন। বিকেল  ৫ টায়  খেলাটি  শেষ  হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.