Connecting You with the Truth

বৃক্ষ মানবের রক্ত যাচ্ছে যুক্তরাষ্ট্রে

tree manবিরল রোগে আক্রান্ত আবুল বাজেদারের রক্ত ও লালাসহ বিভিন্ন নমুনা যুক্তরাষ্টে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ওই নমুনার পরীক্ষার ফল আসার পর চিকিৎসকেরা কাজ শুরু করবেন। আজ সোমবার মেডিকেল বোর্ডের সদস্য এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জাতীয় সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সামন্ত লাল সেন বলেন, ইন্দোনেশিয়ায় একই রকম উপসর্গ নিয়ে একজন ব্যক্তি দীর্ঘদিন ভুগেছেন। যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক তার চিকিৎসা করেন। ওই চিকিৎসক আবুলের চিকিৎসার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন। খুলনার পাইকগাছার বাসিন্দা আবুল বাজেদার গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাত-পায়ের আঙুলের অগ্রভাগ দেখতে অনেকটা গাছের শেকড় বা ডালপালার মতো। শরীরের আছে আঁচিলের চিহ্ন। হাত-পায়ের আঁচিল থেকেই ক্রমে বৃক্ষ শিকড় সদৃশ অবস্থার সৃষ্টি। বিরল এই রোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের ৫১৫ কক্ষে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসকরা এই রোগকে ট্রি-ম্যান হিসেবে আখ্যায়িত করেছেন। চিকিৎসকদের ধারণা, আবুল এপিডার্মোডাইসপ্লাসিয়া ভেরাসিফরমিস নামের একটি বিরল রোগে ভুগছেন। এই রোগের জন্য দায়ী একধরনের ভাইরাস। এ ছাড়া জিনগত কারণেও এ রোগ হতে পারে।

Comments
Loading...