Connecting You with the Truth

পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা নিখোঁজ

embassy of bangladesh BDPবাংলাদেশ-পাকিস্তানবাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের একজন কর্মকর্তাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে বাংলাদেশি একজন কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সোহরাব হোসেন সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে এ তথ্য জানান।
সোহরাব হোসেন বলেন, প্রেস সেকশনের পারসোনাল অফিসার জাহাঙ্গীর হোসেন সোমবার ছয়টার পর অফিস থেকে বের হওয়ার পর তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, জাহাঙ্গীর হোসেন অফিস থেকে বের হয়ে তার মেয়েকে কোচিং থেকে আনার জন্য যাচ্ছিলেন। কিন্তু তিনি সেখানে পৌঁছাননি বলে তার মেয়ে ফোন করে জানান। এরপর তার নিখোঁজের বিষয়টি জানা যায়। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রাষ্ট্রদূত বলেন, আমি সঙ্গে সঙ্গে এখানের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রটোকল প্রধান, পুলিশ, ডিপ্লোমেটিক কোরের ডিনসহ সবাইকে বিষয়টি জানিয়েছি। তিনি বলেন, পাকিস্তান কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বিভিন্ন তথ্য জেনে নিচ্ছে। উল্লেখ্য, জাহাঙ্গীর হোসেন প্রায় চার বছর ধরে পাকিস্তানে কর্মরত আছেন।

Comments
Loading...