শ্রীনগরে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
আরিফুল ইসলাম শ্যামল, মুন্সীগঞ্জ: শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ও বাঘরা এলাকার মাদক সম্রাট হিসাবে খ্যাত কামারগাও এলাকার মিনহাজুল ইসলাম মিন্টু ওরফে কুড়ি মিন্টু (৪৫) এবং উত্তর কামরগাও এলাকার আহাম্মদের ছেলে রাসেল (৩০) কে প্রায় ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান জানান, গত বুধবার সন্ধ্যায় শ্রীনগর থানার এসআই মিন্টু দাস তাদেরকে কামারগাও নদীর পার থেকে ইয়াবা বিক্রির সময় হাতে নাতে গ্রেপ্তার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে মিন্টুর কাছ থেকে ২৯৭ পিছ ও রাসেলের কাছ থেকে ২০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী। রাসেল এর আগে মাদক মামলায় পুলিশের হাতে একাধিক বার গ্রেপ্তার হয়েছে। অপর দিকে কুড়ি মিন্টু প্যাথেড্রিন বিক্রির লাইসেন্সের আড়ালে ওই এলাকায় মাদকের ব্যাবসার ডিলার হিসাবে পরিচিত। থনার অপর একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর পরই তাদের ছাড়াতে ছুটে আসেন কাঠাল বাড়ী এলাকার মামুন মাদবর। ঢাকায় বসবাস রত ওই এলাকার এক প্রভাবশালী নেতা কুড়ি মিন্টু ও রাসেলকে ছাড়িয়ে নিতে জোর তদবির শুরু করে। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা হয়েছে।