Connecting You with the Truth

ফরিদপুরে ১৮৮ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

joypurhat-yabaখালেদুর রহমান, ফরিদপুর: ফরিদপুরের সদরপুর থানার চৌদ্দরশি বাজারের নিকট থেকে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ফরিদপুর র‌্যাব-৮ অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি মামলা হয়েছে।
র‌্যাব-৮ জানায় বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারে যে, ফরিদপুর জেলার সদরপুর থানাধীন চৌদ্দরশি বাজারস্থ বাংলাদেশ কৃষি ব্যাংক, সদরপুর শাখার পশ্চিম পাশে রাস্তর দক্ষিণ পাশে একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল রাত আনুমানিক ১১.২০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রাজিব কুমার সাহাকে আটক করে। রাজিব সাড়েসাতরশি গ্রামের মধুসুদন সাহার ছেলে। আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, রাজিব দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে ফরিদপুর জেলার সদরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments
Loading...