Connecting You with the Truth

বেনাপোল পিকনিক ট্রাজেডির ২য় বর্ষপূর্তি আগামিকাল

benapole trazedi news 14.docx ...1

কামাল হোসেন, বেনাপোল: বেনাপোল পিকনিক ট্রাজেডির ২য় বর্ষপূর্তি উপলক্ষে সোমবার সকাল থেকে বেনাপোল পৌরসভার উদ্দেগ্যে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। আগামিকাল সোমবার সকাল ৭ টায় বেনাপোল বলফিল্ড থেকে একটি শোক র‌্যালী বের হবে। তারপর কোরআন খতম, নিহতেরদের কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বেনাপোল পৌর এলাকায় পৌর মেয়র আশরাফুল আলম লিটন পিকনিক ট্রাজেডির দিন ১৫ই ফ্রেরুয়ারীকে পৌর শোক দিবস ঘোষনা করেছেন। এ উপলক্ষে পৌরসভার সকল স্কুলের পতাকা অর্ধনমিত রাখা হবে। এবং সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের বেনাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২০১৪ সালের ১৫ ই ফ্রেরুয়ারী পিকনিক থেকে ফেরার পথে যশোরের চৌগাছায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বেনাপোল গাজীপুর সরকারী প্রাথামিক বিদ্যালয়ের ৯ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়।

Comments
Loading...