পদোন্নতি পেলেন মনিরুল ইসলামসহ ১৮ জন
নিজস্ব প্রতিবেদক: মনিরুল ইসলাম অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন এক বছর হয়নি এখনো। এর মধ্যে পদোন্নতি পেয়ে ডিআইজি বা উপমহাপরিদর্শক হলেন । তার সঙ্গে পদোন্নতি পেয়ে উপমহাপরিদর্শকের পদে এসেছেন আরও ১৭ জন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির কথা জানানো হয়।
উল্লেখ্য, গত বছর ৭ এপ্রিল মনিরুলসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপমহাপরিদর্শক করা হয়েছিল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল দীর্ঘদিন মহানগর পুলিশের পক্ষে গণমাধ্যমে কথা বলে আসছেন।